স্বামী বা স্ত্রী হিসেবে যে মানুষটাকে সঙ্গী করে নিবেন, সে কিন্তু বাজারে গিয়ে ১০টা বেছে নেয়া কোন প্রোডাক্ট না। তিনি একজন মানুষ। আপনার জীবনের বাকিটা সময় তিনি আপনাকে সঙ্গ দিবেন, যতদিন আল্লাহ হায়াত রাখবেন দুনিয়ার বুকে। তবু সময়টা হয়ত ৪০-৫০ বছর বড়জোর। এটা যেমন ফেলে দেয়ার মতন কোন বিষয় অবশ্যই নয়, অতিরিক্ত চিন্তিত হবার বিষয়ও নয়।
আপনি যদি আপনার আত্মিক/শারীরিক/বুদ্ধিবৃত্তিক যোগ্যতা হিসেব করেই নিজের সমমনা কাউকে খুঁজতে যা্ন... এবং একের পর এক মোটামুটি আপত্তিকর কিছু না পেলেও যদি মনে করেন, হয়ত এর চেয়েও ভালো কাউকে পেতে পারেন-- তাহলে হয়ত নিশ্চিত ঠকে যাবেন জীবনে।
এই পৃথিবীতে সত্যি অজস্র সুন্দর মনের, শরীরের, চিন্তার মানুষ আছে। কিন্তু সবার সাথে আপনার মিলবে না/ আপনার সাথে তাদের মিলবে না। আপনি খুঁজে দেখুন আপনার এই জীবনের সঙ্গী হিসেবে কাকে নিলে চলবে।
আবার বলছি, আপনি (হোক তা আপনার যোগ্যতার অনুপাতেই) যতই 'যোগ্যতম' মানুষ খুঁজতে যাবেন, আপনি খুঁজতেই থাকবেন হন্যে হয়ে। খুঁজে নিন দ্বীনদার কোন নারী/পুরুষ (এটাই মূল/আবশ্যক/প্রধান বিষয়), যার সাথে আপনার মিলবে, আপনার জান্নাতের পথযাত্রায় তিনি সঙ্গী হতে পারবেন, যার পরিবারের সাথে আপনার পরিবারের সম্পর্ক সৃষ্টি খুব বড় জটিলতার কারণ হয়ে আপনাদের সম্পর্ককে ধ্বংস করবে না...
নিয়্যাত রাখুন আল্লাহকে খুশি করতে, তার অনুগত বান্দা হিসেবে চরিত্র নিয়ে টিকে থাকতে, উত্তম বংশধর পৃথিবীতে আনার নিয়াতে আপনি একজন সঙ্গী খুঁজছেন, আল্লাহ ইনশা আল্লাহ আপনাকে পথ খুঁজে দিবেন।
আমাদের প্রিয়জনেরা পৃথিবীর মধ্যে সেরা মানুষ না হতে পারে, তারা আমাদের জন্য পৃথিবীর বুকে সেরা মানুষ। চারপাশে তাকিয়ে তাই ভুল বুঝে বোকা হবেন না। আল্লাহর পৃথিবী অনেক বড়, মানুষের গুণাবলীও অনেক। আল্লাহ যেন আপনাকে তার পছন্দের, ভালোবাসার মানুষটিকে মিলিয়ে দেন-- সেটা যেন হয় চাওয়া...
লেখাটি নিচের লিঙ্ক থেকে সংগ্রহিতঃ
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/7017/safwanism/40958#.U0fgBvldVvB
No comments:
Post a Comment