আমরা হয়ত বিয়ের আগে আমাদের সম্ভাব্য স্বামী-স্ত্রী সম্পর্কে খোঁজ খবর নিয়ে নিবো। যিনি বিগত অনেকদিন যাবত তার পূর্ববর্তী জীবনটাকে পুরোপুরি ত্যাগ করে ইসলামী জীবনব্যবস্থাকে সাধ্যমতন মেনে চলার চেষ্টা করছেন, এমন মানুষের অতীত নিয়ে কি ঘাঁটাতে যাওয়া সঠিক? অনেকসময় অনেককে দেখা যায় যে মানুষকে জিজ্ঞাসা করে তার প্রেম ছিলো কিনা, আর কোন ঘটনা আছে কিনা যেটা অন্যায় ছিলো... এইসব প্রশ্ন করলে হয়ত সম্ভাব্য জীবনসঙ্গী মানুষটি উত্তর দিতে গেলে মিথ্যা বলবেন না। কিন্তু এই ধরণের প্রশ্ন করা কতটুকু শোভন আচরণ তা কি আমরা ভেবে দেখবো না?
খোঁজ-খবর এবং জানাশোনা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু তার একটা সীমানা তো আছেই। তাছাড়া, পরিবারের মানুষদের পারস্পারিক সম্পর্ক, মানুষটির বেড়ে ওঠা, বিগত কয়েক বছর ধরে তার কাজ, ইসলামকে জানা ও মানার প্রতি তার আগ্রহ দেখলে একটা মানুষ সম্পর্কে ধারণা পাওয়া যায়।
আপনি তো আর সেই অতীতের মানুষটিকে বিয়ে করবেন না। করবেন বর্তমানে যিনি আছেন। হতে পারে তিনি খারাপ একটা অভিজ্ঞতার অতীত পেরিয়েছেন, কিন্তু সেই অভিজ্ঞতা তাকে দ্বীনের পথে পরিচালিত করেছে। আপনি যখন তাকে বিয়ে করার জন্য এগিয়ে এসেছেন, তখন তিনি বর্তমানে আছেন, আর তার বর্তমানের দ্বীনদারী এবং তার জ্ঞান, আমল ও আচার-আচরণ আপনার বিবেচ্য বিষয়। তাই, অতীত নিয়ে খুঁতখুঁতে না হওয়াই উচিত। যারা অমন কাজ করতে থাকে, তার সচরাচর বাজে অভিজ্ঞতার মুখোমুখি হয়।
মানুষটি সম্পর্কে জেনে নিন, তার পছন্দ-কাজ সম্পর্কে জানুন। পরিবারের প্রতি তার মানসিকতা, দেশ-জাতির প্রতি তার কেমন আগ্রহ, কী করার ইচ্ছা। দ্বীনের শিক্ষার প্রতি তার আগ্রহ ও পরিকল্পনা এবং কী করে ইসলামের জন্য কাজ করবেন বলে ঠিক করেছেন তা জেনে নিন। গোয়ন্দাগিরি করা বা অতীতকে খুঁড়ে বের করার আগ্রহ থাকলে তা বন্ধ করাই শ্রেয়। আমাদের সেই আচরণই করা উচিত, যেমন আচরণ আমরা পেতে পছন্দ করি। আল্লাহ আমাদেরকে উত্তম চরিত্র অর্জনের তাওফিক দান করুন। আল্লাহ আমাদের স্বভাব এবং চরিত্রকে ইসলামের আলোকে গড়ার তাওফিক দিন। আল্লাহ আমাদের জীবনসঙ্গী/জীবনসঙ্গিনীদেরকে উত্তম আখলাক দান করুন।
লেখাটি নিচের লিঙ্ক থেকে সংগ্রহিতঃ
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/7017/safwanism/41167#.Uz4Ll8e7l3I
খোঁজ-খবর এবং জানাশোনা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু তার একটা সীমানা তো আছেই। তাছাড়া, পরিবারের মানুষদের পারস্পারিক সম্পর্ক, মানুষটির বেড়ে ওঠা, বিগত কয়েক বছর ধরে তার কাজ, ইসলামকে জানা ও মানার প্রতি তার আগ্রহ দেখলে একটা মানুষ সম্পর্কে ধারণা পাওয়া যায়।
আপনি তো আর সেই অতীতের মানুষটিকে বিয়ে করবেন না। করবেন বর্তমানে যিনি আছেন। হতে পারে তিনি খারাপ একটা অভিজ্ঞতার অতীত পেরিয়েছেন, কিন্তু সেই অভিজ্ঞতা তাকে দ্বীনের পথে পরিচালিত করেছে। আপনি যখন তাকে বিয়ে করার জন্য এগিয়ে এসেছেন, তখন তিনি বর্তমানে আছেন, আর তার বর্তমানের দ্বীনদারী এবং তার জ্ঞান, আমল ও আচার-আচরণ আপনার বিবেচ্য বিষয়। তাই, অতীত নিয়ে খুঁতখুঁতে না হওয়াই উচিত। যারা অমন কাজ করতে থাকে, তার সচরাচর বাজে অভিজ্ঞতার মুখোমুখি হয়।
মানুষটি সম্পর্কে জেনে নিন, তার পছন্দ-কাজ সম্পর্কে জানুন। পরিবারের প্রতি তার মানসিকতা, দেশ-জাতির প্রতি তার কেমন আগ্রহ, কী করার ইচ্ছা। দ্বীনের শিক্ষার প্রতি তার আগ্রহ ও পরিকল্পনা এবং কী করে ইসলামের জন্য কাজ করবেন বলে ঠিক করেছেন তা জেনে নিন। গোয়ন্দাগিরি করা বা অতীতকে খুঁড়ে বের করার আগ্রহ থাকলে তা বন্ধ করাই শ্রেয়। আমাদের সেই আচরণই করা উচিত, যেমন আচরণ আমরা পেতে পছন্দ করি। আল্লাহ আমাদেরকে উত্তম চরিত্র অর্জনের তাওফিক দান করুন। আল্লাহ আমাদের স্বভাব এবং চরিত্রকে ইসলামের আলোকে গড়ার তাওফিক দিন। আল্লাহ আমাদের জীবনসঙ্গী/জীবনসঙ্গিনীদেরকে উত্তম আখলাক দান করুন।
লেখাটি নিচের লিঙ্ক থেকে সংগ্রহিতঃ
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/7017/safwanism/41167#.Uz4Ll8e7l3I
No comments:
Post a Comment