Saturday, April 12, 2014

এই কামপ্রচারণার সমাজে যখন বিয়ে এক দুঃসাধ্য কঠিন কাজ তখন কী করবে মুসলিম তরুণ-তরুণীরা?

আমরা জানি এই কামপ্রচারণার সমাজে চরিত্র রক্ষা একটা বড় কঠিন পরীক্ষা। চরিত্র রক্ষা তো ঈমানের বড় পরীক্ষা ও দায়িত্ব। তাই, বিয়ের জন্য অনুপ্রাণিত করি আমরা। তবে একটা কথা মনে করিয়ে দিতে চাই, হতাশ হবেন না, 'লা তাহযান'। মনে রাখবেন, আল্লাহ আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য যা নির্ধারিত রেখেছেন--সেটাই হয়েছে, সেটাই হবে। মনে রাখবেন, আল্লাহ যা নির্ধারিত রেখেছেন, গোটা পৃথিবীর সবাই মিলে চাইলেও আপনাকে তা পাওয়া থেকে বিরত রাখতে পারবেন না। আল্লাহ যা আপনাকে দিবেন না, তা গোটা পৃথিবী চাইলেও আপনাকে তুলে দিতে পারবে না।

নষ্ট আর ক্ষয়ে যাওয়া এই জঘন্য সংস্কৃতির সমাজকে পরিবর্তন করে উন্নত করতে আমাদের যতটুকুই অবদান থাকবে, আল্লাহ ইনশা আল্লাহ কল্পনাতীত উপায়ে আমাদেরকে তার বিনিময় দিবেন। ঈমানদার মানেই তার সবকিছু সহজ হবে এমন না। ঈমানদারদের জীবন হবে পরীক্ষাময়। আজকের পৃথিবীতে বিয়ে যেমন কঠিন হয়েছে, এই পরীক্ষায় আমাদের কৃতকার্য হতে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। বিয়ে করলেই যে জীবন সহজ হয়ে যায়, তা কিন্তু নয়। দ্বীনদার পাত্র কিংবা পাত্রী পাওয়া কিন্তু যথেষ্টই কঠিন। ভুল বিয়ের চেয়ে বিয়ে দেরি হওয়া কম কল্যাণকর নয়। ভুল লোকের সাথে বিয়ে হয়ে অনেক মানুষের জীবনেই দুর্ভোগের শেষ নেই তা আশেপাশে তাকালেই আমরা প্রায় সবাই দেখতে পাই। কে জানে হয়ত এই কঠিন সময়ে বিয়ে না হওয়ার মাঝেই আল্লাহ অবিবাহিত ভাইবোনদের জন্য কল্যাণ রেখে দিয়েছিলেন। আলিমুল গাইব তো একমাত্র আল্লাহই। তার সাথে অন্তরকে লাগিয়ে রাখুন,তার কাছে দোয়া করতে থাকুন। তিনি আপনাকে পথ দেখাবেন। তিনি আপনাকে দুনিয়া আর আখিরাতে শ্রেষ্ঠ রিযিক দান করবেন, ইনশা আল্লাহ আপনার জন্য সেরা জীবনসঙ্গী সঠিক সময়ে হাজির হবে।

আল্লাহ আমাদেরকে উত্তম, চোখ শীতলকরা জীবনসঙ্গী/জীবনসঙ্গিনী দান করুন।আল্লাহ আমাদেরকে একটি সুন্দর ইসলামী সমাজ গঠনের জন্য কবুল করে নিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে দ্বীনদার আর মুত্তাকী করে গড়ে তুলতে সক্ষম উত্তম বাবা-মা দান করুন। নিশ্চয়ই সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কারো কোন ক্ষমতা নেই।

লেখাটি নিচের লিঙ্ক থেকে সংগ্রহিতঃ
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/7017/safwanism/41983#.U0fgEvldVvB

No comments:

Post a Comment