বিয়ের প্রয়োজন হিসেবে "সেইম মুভি, সেইম মিউজিশিয়ান" মিল নিয়ে বিয়ে করার টিপস পেতে পারেন অনেক পশ্চিমা ম্যারেজ অ্যাডভাইসে। মুসলিমদের এত ক্যাচালের প্রয়োজন হয় না। আপনি আল্লাহর জন্য জীবন যাপন করতে চান, তখন যতই অমিল থাকুক, কুরআন এবং সুন্নাহতে ফিরে আসবেন এবং সমস্যার সমাধান মিলে যাবেই ইনশা আল্লাহ।
তবে দু'জনে ইসলামকে *কীভাবে বুঝেন* সেইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারো কাছে অনেক কিছুই 'কোন ব্যাপার নাহ', শাহবাগী একটা মেয়ের ইসলামের বুঝ নিশ্চয়ই একজন প্রকৃত মুসলিম ভাইয়ের বুঝের মতন না, সত্য এবং মিথ্যা কখনই এক না। শহীদ মিনারে ফুল দিয়ে বেড়ানো এবং ভ্যালেন্টাইন ডে'তে বিশ্বাসী শাহবাগী ছেলের সাথে কোন মুসলিমাহ বোনের মিল হতে পারে না। তাই, খেয়াল করে নিবেন যেন নামমাত্র মুসলিম যেন না হয়, শিরক এবং কুফরের সাথে জড়িয়ে থাকা কাউকে আপনি ভুলে জীবনসঙ্গী হিসেবে নিতে যাচ্ছেন কিনা।
ইসলাম খুব সহজ। ইসলাম সহজতম এবং সুন্দরতম বিধান। আল্লাহ আমাদেরকে ভার হালকা করতে চান, তাই তিনি বিধান দিয়েছেন। শিরক, কুফর এবং বিদয়াত থেকে দূরে থাকা ছেলেমেয়েদের তাই জীবন এমনিতেই সহজ। আল্লাহ আমাদের ভাই ও বোনদেরকে দ্বীনের সঠিক বুঝ দিন এবং তাদের জীবনকে কবুল করে নিন, তাদের সুন্দর দাম্পত্য জীবন দান করুন।
নিজে উপযুক্ত যোগ্যতা অর্জন না করে ভালো পার্টনারের আশা করা হচ্ছে আকাশ কুসুম কল্পনা...
ভালো হাজব্যান্ড বা ভালো ওয়াইফের স্বপ্ন দেখলেই হয়না, তার জন্য নিজেও যোগ্য হতে হয়। পাঁচ ওয়াক্ত নামায সময়মত আদায় করা, দৈনন্দিন জীবনের চলার পথে প্রয়োজনীয় ফিকহী মাসয়ালা জানা, দাড়ি রাখা বা নিকাব/হিজাব পরা, মিথ্যা না বলা, গীবত না করা, গাইর-মাহরাম ছেলে/মেয়েদের সাথে আড্ডাবাজি না করার মতন আরো অনেক অনেক বিষয় আছে যা একটা মুসলিম ছেলেমেয়ের থাকা উচিত।
একটা ক্ষুদ্রতম উদাহরণ দেই,
আল্লাহর নিয়ম মেনে চলা একটা নিকাবী মেয়ে যদি দেখতে পায় যে তার সম্ভাব্য লাইফ-পার্টনার নায়িকা/গায়িকাদের পেইজে লাইক দিয়ে রেখেছেন, তাদের ছবিতে লাইক দেন -- তার কাছে তা কতটুকু গ্রহণযোগ্য হবে ভেবেছেন?
যিনি সংযত আর যিনি যাচ্ছেতাই, তারা দু'জন সমান নন। আপনি নিজে যেমনটা পেতে ভালোবাসেন, তেমনটা দিতে চেষ্টা করুন... তবেই তা সঠিক হবে।
আগে যোগ্য হউন, পরে আশা করুন।
FIRST DESERVE, THEN DESIRE.
লেখাটি নিচের লিঙ্ক থেকে সংগ্রহিতঃ
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/7017/safwanism/39748#.U0fgD_ldVvB
No comments:
Post a Comment