Friday, April 11, 2014

সাদা ত্বকের সুন্দরী নাকি দ্বীনদার নারী? কী চাই আপনার?

ভাইজান, সুন্দরী বউয়ের অনেক শখ নাকি ভাই? সুন্দরের প্রতি আকর্ষণ থাকা স্বাভাবিক। কিন্তু তা সত্ত্বেও সমাজে কিন্তু 'সাদা চামড়া' সুন্দরী মেয়ের সংখ্যা কম। অন্যদিকে, সমাজে তো মুসলিমাহ মেয়ে খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর। তাদের মাঝে আপনি 'সুন্দরী' পেতে চাওয়া কতখানি স্বাভাবিক চাওয়া? যেই মেয়েটি কষ্ট করে দ্বীন শিখেছে, পালন করেছে। সে জীবনে পার্লারে যায়? আপনার সুন্দরের সংজ্ঞা কি বিলবোর্ড বা নাটক-সিনেমা দেখে শিখেছেন? ভেবে দেখবেন কিন্তু...

চিন্তা করে দেখুন, ইসলামের শিক্ষা অনুসারে কিন্তু আপনি প্রথমেই অবশ্যই আশা করবেন একজন দ্বীনদার নারী। তাকে পেলেই আপনার জীবন বর্তে যাবে। দ্বীনদারী ছাড়া অন্য কিছু দেখে বিয়ে করতে যাওয়া মাঝে জীবন বরবাদ করে দেয়া। রাসূল (সা) জানিয়ে গেছেন, একজন দ্বীনদার নারী এই দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ একজন পুরুষের জন্য। এরপরেও আপনি দ্বীনদারী ছাড়া অন্য কিছু খুঁজে দেখতেই পারেন। কিন্তু যদি সেই 'সাদা চামড়া' সুন্দরী না পেয়ে যদি কোন দ্বীনদার নারীকে দূরে ঠেলে দেন, তাহলে আপনি কি পাবেন জানেন? দেখা যাবে, দু'হাত ধূলি ধূসরিত হবার মতন লাঞ্ছনাই আপনার পিছু তাড়া করে ফিরবে...

দ্বীনদারীর কথা বাদ দিয়ে একটা 'সাদা ত্বকের' সুন্দরী মেয়ে ঘরে নিয়ে এসে হয়ত দেখবেন, এই মেয়েটির রূপের প্রতি তার সচেতনতা এতই বেশি যে আরো অজস্র কাজে সে অনীহা আর উপেক্ষা করে। সে রূপের চটক দেখলেও হয়ত একসময় আপনার বুক জ্বলবে, অশান্তিতে ঘাম হবে। চেহারা দিয়ে জীবনের কঠিন সময়গুলোতে সাহায্য পাবেন না। সৌন্দর্যের চটক আর কয়দিন? অল্প কয়েক বছর পর চামড়া ঝুলে-কুঁচকে যাবে। কিন্তু দ্বীনদার নারীর উত্তম চরিত্রের সৌন্দর্য সময়ের সাথে সাথে কেবল বৃদ্ধিই পাবে।

তবে, দ্বীনদার একটা মেয়েকে যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনে সঙ্গী করতে চান, দেখবেন সে আপনার সংসারকে কেমন সুন্দর করে গুছিয়ে নেবে। আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে। জান্নাতে যখন আপনারা একসাথে পা রাখবেন, সেদিন আল্লাহ তাকে শ্রেষ্ঠ সুন্দরী আর অপরূপা যুবতী করে আপনার সঙ্গী দিবেন। পৃথিবীতে আপনার এই নিয়াতটুকুর কারণে আল্লাহ হয়ত আপনাকে কল্পনাতীত বিনিময় দান করবেন। তাই, নিজের চাওয়া বুঝতে আগে নিজের সাথেই বসুন। সুন্দরী চাইতে নিষেধ নেই, কিন্তু সেই সুন্দর আপনার কতটুকু দরকার? তার প্রয়োজন কি দ্বীনদারীর চেয়ে বড়? দ্বীনদারী বলতে আপনি কি বুঝেন? এটা জেনে তবেই কিন্তু জীবনসঙ্গিনী খুঁজতে যাবেন। নইলে কল্যাণের চেয়ে হয়ত অকল্যাণই বেশি হবে...

দ্বীনদারী নারীর বিপরীতে গোটা পৃথিবীর সমস্ত বেদ্বীন দুনিয়াকাঁপানো সুন্দরীদের জমা করলেও তাদের কোন ন্যুনতম মূল্য নেই আল্লাহর কাছে। হতভাগা মূর্খরা ছাড়া কেউ দ্বীনদার নারী পেলে দূরে ঠেলে দেয় না। দ্বীনদার নারীরাই হতে পারে সেই চক্ষুশীতলকারিনী, আপনার সন্তানদের উত্তম মা, একটি সুন্দর জাতি সৃষ্টি হবে তারই হাত ধরে। আল্লাহ আমাদের ভাইদেরকে দ্বীনদার স্ত্রী পাওয়ার যোগ্য করে দিন, তাদের ঈমানকে বৃদ্ধি করে দিন।

লেখাটি নিচের লিঙ্ক থেকে সংগ্রহিতঃ

No comments:

Post a Comment